জীবনের ঝুঁকি নিয়ে ঢাকামুখী কর্মস্থলে ফেরার প্রতিযোগিতা 139 0
জীবনের ঝুঁকি নিয়ে ঢাকামুখী কর্মস্থলে ফেরার প্রতিযোগিতা
ঈদ পরবর্তী সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক,পিকআপে ওঠে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতায় নেমেছে মানুষ । সরকারী নির্দেশনাকে অমান্য করে মহা উৎসবে মেতেছে মানুষ । করুনা ভাইরাস,বেঙ্গল ভেরিয়েন্ট বলতে কিছুই বুঝতে চান না তারা । উত্তরবঙ্গ,দক্ষিনবঙ্গ,পূর্ব পশ্চিমের জেলাগুলো থেকে ঢাকামুখী সব মানুষ । ননব্রান্ডের কিছু যাত্রীবাহী বাসে চেপে গাদাগাদী করে আসার চেষ্টা করলেও ঢাকার প্রবেশদার গুলোতে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের । সেখানেও দুর্ভাগের শেষ নেই । সেখান থেকে নিরুপায় হয়ে বিকল্প রাস্তা খুঁজতে হচ্ছে যাত্রীদের । এমন বেসামাল অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে । নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি নিজেও জানিনা । তবে যে যাই বলুক,দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এতে কোন সন্দেহ নাই । আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি,যখন যে নির্দশনা আসে,সেটাই পালন করার জন্য প্রস্তুত আছি ।